
আমরা আজকাল অনেকে মোবাইলে গান শোনার পাশাপাশি সঙ্গে একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার (Portable Bluetooth Speaker) নিতে পছন্দ করি। কিন্তু বাজারে নানা ব্রান্ডের পোর্টেবল ব্লুটুথ স্পিকার পাওয়া যায়, সেক্ষেত্রে কোনটি নিলে ভালো হবে সেটা সিদ্ধান্ত নিতে বেশ অসুবিধায় পড়তে হয়। এই সব ব্লুটুথ স্পিকারে প্রধানত ব্যাটারি ব্যাকআপ ও সাউন্ড কোয়ালিটি কেমন হবে তা প্রথমে বিচার করা সম্ভবপর হয়ে ওঠে না। তাই আজ আমি একটি জনপ্রিয় ব্রান্ড (MI)-এর ব্লুটুথ স্পিকারের রিভিও দেব।
Mi আমাদের সকলের পরিচিত মোবাইল ব্রান্ড এবং ভারতের সর্বাধিক বিক্রিত মোবাইল ব্রান্ড। তবে অনেকে হয়তো জানেন না MI মোবাইল উৎপাদনের পাশাপাশি আরো বিভিন্ন জিনিসপত্র উৎপাদন করে যেমন - পোর্টেবল ব্লুটুথ স্পিকার (Portable Bluetooth Speaker), পাওয়ার ব্যাঙ্ক (Power Bank), নিরাপত্তা ক্যামেরা (Home Security Camera), জুতা (Sports Shoes) এছাড়া আরো অনেক কিছুই। তবে মজার বিষয় এই যে Mi-এর প্রত্যেকটি জিনিস স্মার্ট ডিভাইস (Smart Devices).
তাহলে চলুন Mi Pocket Speaker 2-এর সবিস্তার বিবরণী দেখা যাক।
Color | White & Black |
Bluetooth | Yes |
Charging Time | 3 hrs |
Battery Capacity | 1200 mAh |
Memory Card Slot | No |
আপনারা যদি Mi Pocket Speaker 2 কিনতে চান তাহলে বলব এটার ব্যাটারি ব্যাকআপ ( প্রায় ৪ ঘণ্টা ) খুবই ভালো এবং সাউন্ডও মার্জিত সই। তবে আপনি যদি খুব জোরে সাউন্ড আশা করেন তাহলে এই পোর্টেবল ব্লুটুথ স্পিকারটি আপনার না নেওয়াই ভালো। এছাড়া দামের দিক দিয়েও একটু দামী। ১৪৯৯ (1499) টাকা দিয়ে Mi Store থেকে কিনতে পারেন অথবা নীচে দেওয়া লিঙ্ক থেকেও কিনতে পারেন।
Comments
No review