নতুন চলচ্চিত্র ও প্রিমিয়াম ওয়েব সিরিজ ডাউনলোড করুন মোবাইল দিয়ে।
Writen by : Admin
Writen by : Admin | Date : 31 Aug 2019 | Bookmark : Add

নতুন চলচ্চিত্র ও ওয়েব সিরিজ ডাউনলোড লিঙ্ক আমরা অনেকে খুজে পাই না। এমনকি টরেন্টে (Torrent)-এও আজকাল প্রশাসনিক কারনে ডাউনলোড করা সম্ভব নয়। তাছাড়া প্রিমিয়াম ওয়েব সিরিজ তো ফ্রি ডাউনলোড করা সম্ভবই নয়। সেক্ষেত্রে আমাদের MX Player-এ অনলাইনে দেখতে হয়। সেখানেও কোন ভাবেই ডাউনলোড করা যায় না।
তাই আজ এই সমস্যার সমাধানের জন্য একটি সুন্দর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শেয়ার করব, যা দিয়ে আপনি একদিকে যেমন হোয়াটস অ্যাপ-এর মত সুবিধা পাবেন তেমনি অন্যদিকে নতুন চলচ্চিত্র ও ওয়েব সিরিজ বিনামূল্যে ডাউনলোডও করতে পারবেন। চলুন পুরো বিষয়টি দেখা যাক।
প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে Telegram অ্যাপটি ইনস্টল করে, রেজিট্রেশন করে নিন।
রেজিট্রেশন শেষে উপরে সার্চ আইকনে ক্লিক করে আপনার পছন্দের চলচ্চিত্র অথবা ওয়েব সিরিজের নাম লিখুন। তারপর নীচে আপনার সার্চের রেজাল্ট শো করবে। সেই রেজাল্ট থেকে যেকোন একটি (চ্যানেল) ওপেন করে প্রয়োজনীয় চলচ্চিত্র অথবা ওয়েব সিরিজ টি ডাউনলোড করতে পারবেন। তবে এখানে বলে রাখা ভালো, যেমন ভাবে হোয়াটস অ্যাপে ডাউনলোড হয় ঠিক সেভাবেই এখানেও ডাউনলোড হয়ে থাকে। আমি আপনাদের বোঝার সুবিধার্তে Saaho চলচ্চিত্র টি সার্চ করে ডাউনলোড করে দেখাছি, নীচে দেওয়া স্ক্রিনশট (Screenshot)-এর মাধ্যমে।
এক্ষেত্রে মনে রাখবেন আপনি যে চ্যানেলে প্রবেশ করবেন সেই চ্যানেলটি Join করেও রাখতে পারেন। পরবর্তীকালে অন্যান্য চলচ্চিত্রের ডাউনলোড আপডেট পেতে।
এছাড়া আপনার ডাউনলোড করা ফাইল ( চলচ্চিত্র বা ওয়েব সিরিজ ) আপানার Internal Storage-এ Telegram > Telegram Documents ফোল্ডারে পাবেন।
** এরকম আরো আপডেট পেতে আমাদের সাথে থাকুন। **
Comments
No review