খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে Infinix-এর নতুন মডেলের স্মার্টফোন, থাকছে নানা চমক।
Writen by : Admin
Writen by : Admin | Date : 4 Oct 2020 | Bookmark : Add

দশ হাজারের মধ্যে দুর্দান্ত সব ফিচার ও উচ্চ হার্ডোয়ার কনফিগরেশনের মোবাইল আনতে জুড়ি মেলা কঠিন Infinix মোবাইল নির্মাতা সংস্থার। বছরে অনন্ত দুটি থেকে তিনটি মডেলের স্মার্টফোন বাজারে আনে এই সংস্থা। বর্তমান বছরে করোনা ভাইরাসের কারনে বিভিন্ন মোবাইল সংস্থার নতুন মোবাইল বাজারে রিলিজে তারিখ এলোমেলো হয়ে যায়।
Infinix-এর নতুন মডেলের স্মার্টফোনের ফার্স্টলুক প্রকাশ পেতেই স্মার্টফোন প্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। 5200 mAh-এর ব্যাটারির সহ এই মোবাইলে থাকছে দুর্দান্ত সব ফিচার।
4 রকম কালার ভেরিয়েন্ট, যথাক্রমে Obsidian Black, Moonlight Jade, Ocean Wave colours ও Amber Red রঙে পাওয়া যাবে Infinix Hot 10 মোবাইল। 20 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ব্যাক ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে এই মোবাইলে।
এক নজরে দেখে নিন কি কি স্পেসিফিকেশন থাকছে Infinix-এর এই স্মার্টফোনে --
ডিসপ্লে (Display) | 17.22 সেমি বা 6.78 ইঞ্চি 720x 1640 পিক্সেলের আই পি এস এলসিডি ডিসপ্লে থাকছে Infinix Hot 10 স্মার্টফোনে। |
প্রসেসর (Processor) ও অপারেটিং সিস্টেম (OS) | MediaTek Helio G70 অক্টকোর প্রসেসর ও অ্যান্ড্রয়েড v10 (Q) অপারেটিং সিস্টেম (OS) সহ 64Bit আর্কিটেকচার থাকছে এই স্মার্টফোনে। |
ক্যামেরা (Camera) |
64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপ্ট ক্যামেরা ও 2মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা যুক্ত ত্রিপল ব্যাক ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। HD 4K ভিডিও রেকডিং-এর সুবিধা থাকছে এই মোবাইলে। |
ব্যাটারী (Battery) | 5200 mAh লিঃ-আয়ন ব্যাটারী ও মাইক্রো ইউএসবি 2.0 যুক্ত চার্জিং পোর্ট। |
মেমরি ও স্টোরেজ (Storage) | 3 জিবি র্যাম, 64 ইন্টারনাল স্টোরেজ ও 512 জিবি পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ পাওয়া যাবে এই স্মার্টফোনটিতে। |
অন্যান্য (Others) | এছাড়াও থাকছে ফিঙ্গারপ্রিন্ট আনলক, OTG সাপোর্ট, ডুয়াল 4G ভোলটি কলিং-এর সুবিধা, FM রেডিও, 3.5 mm অডিও জ্যাক। |
Comments
No review