ভারতের বাজারে আসতে চলেছে Motorola G8 Power Lite, দেখে নিন কি কি ফিচার আছে
Writen by : Admin
Writen by : Admin | Date : 16 Jul 2020 | Bookmark : Add

এই মুহূর্তে Covid-19-এর কারনে দেশ জুড়ে লকডাউনের জেরে স্মার্টফোন উৎপাদক সংস্থা গুলির নতুন মডেলের মোবাইল গুলির রিলিজ তারিখ এলোমেলো হয়ে গেছে। সাম্প্রতিক কালে লকডাউন শিথিল হওয়ার কারনে MI, Samsung, Realme-এর মতো সংস্থা গুলি তাদের নতুন মডেলের স্মার্টফোন এনে গ্রাহকদের বিশেষ চমক দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতায় নতুন প্রতিদ্বন্দ্বী হিসাবে Motorola স্মার্টফোন সংস্থা নিজেকে সক্রিয় করতে, এবার প্রকাশ করল নিজেদের নতুন মডেলের স্মার্টফোন। এতদিন এই সংস্থা অফলাইনে তাদের বেশির ভাগ মোবাইল রিলিজ করত, কিন্তু বর্তমান করোনাভাইরাসের কারনে সকলে গৃহবন্ধি। তাই ভারতের জনপ্রিয় অনলাইন বিপণন সংস্থা flipkart.com-এর সাথে Motorola আনতে চলেছে Motorola G8 Power Lite নামের নতুন স্মার্টফোন।
এক নজরে দেখে নেওয়া যাক কি কি আকর্ষণীয় ফিচার থাকছে Motorola-এর Motorola G8 Power Lite মোবাইলে ---
Motorola G8 Power Lite মোবাইলের স্পেসিফিকেশন :
- ডিসপ্লে (Display) : 16.51 সেমি বা 6.5 ইঞ্চি সাইজের 1600 x 720 পিক্সেলের এইচডি ডিসপ্লে থাকছে এই মোবাইলে।
- প্রসেসর (Processor) ও অপারেটিং সিস্টেম (OS) : MediaTek Helio P35 অক্ট-কোর প্রসেসর সহ অ্যান্ড্রয়েড পাই 9 সংস্করণের অপারেটিং সিস্টেম পাওয়া যাবে Motorola G8 Power Lite মোবাইলে।
- মেমরি ও স্টোরেজ (Storage) : 4 জিবি (GB) র্যাম 64 জিবি (GB) ইন্টারনাল স্টোরেজ, এছাড়াও থাকছে অতিরিক্ত মেমরি (Dedicated Slot) লাগানোর সুবিধা। যেখানে আপনি 256 GB পর্যন্ত বাড়াতে পারবেন।
- ক্যামেরা (Camera) : Motorola G8 Power Lite মডেলের স্মার্টফোনে থাকছে ট্রিপল প্রাইমারি ক্যামেরা 16MP + 2MP + 2MP এবং 16MP ফুল এইচ ডি ভিডিও রেকডিং-এর পাশাপাশি এআই বিউটি, পানোরামা এফেক্ট-এর সুবিধা পাবেন।
- ব্যাটারী (Battery) : 5000mAh নট রিমুভাল ব্যাটারি পাওয়া যাবে Motorola G8 Power Lite মোবাইলে।
- কালার : Motorola G8 Power Lite মডেলের মোবাইল Arctic Blue, ও Royal Blue এই দুটি রঙে পাওয়া যাবে।
এছাড়াও থাকছে স্মার্ট গেস্টোর্স (Smart Gestures), ফিঙ্গারপ্রিন্ট লক (Fingerprint lock), Multi-window, ফোরজি ডুয়াল সিম ভোলটি (4G Dual SIM VoLTE) সাপোর্ট।
Comments
No review