কি ভাবে পুরোপুরি ভাবে ফেসবুক (Facebook) একাউন্ট মুছে ফেলবেন।
Writen by : Admin
Writen by : Admin | Date : 30 Aug 2019 | Bookmark : Add

বর্তমান দিনে আমরা অনেক বেশী সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন - ফেসবুক, হোটাসঅ্যাপ, টুইটার ইত্যাদির উপর অনেক বেশী নির্ভরশীল হয়ে পড়েছি। তাই আমরা আমাদের অমূল্য সময়ের বেশীরভাগ সময় এইসব সোসাল সাইট গুলিতে লাইক, শেয়ার ও চ্যাট করে সময়ের অপব্যবহার করছি। শুধু তাই নয় আজ আমরা আমাদের গোপন/ব্যক্তিগত অনেক কিছুই নিজের ইচ্ছা বা অনিছায় এই সব সোশাল সাইটে প্রকাশ করে থাকি। তারপর নানা সমস্যার সম্মখীন হই। তাই আমাদের মনে স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগে যে কিভাবে নিজের একাউন্ট গুলি ডিলিট করবো।
বিশ্বের সর্বপেক্ষা জনপ্রিয় সোশাল সাইট ফেসবুক (Facebook) একাউন্ট পুরোপুরি ভাবে ডিলিট কিভাবে করতে হয় সেটা দেখব। কারন আমরা বেশীরভাগ সময় ফেসবুক একাউন্ট ডিলিট করার পরিবর্তে ডিএকটিভেট (Diactivate) করে ফেলি।
ফেসবুক (Facebook) একাউন্ট ডিলিট করার নিয়ম : ব্রাউজারে টাইপ করুন https://www.facebook.com/help/delete_account এবং ওকে করে দিন। এক্ষেত্রে অবশ্যিই ফেসবুক (Facebook) একাউন্ট টি Log In করা থাকতে হবে। তারপর Delete Account বাটনে ক্লিক করার পর Confirm permanent account deletion নামের একটি ডায়লগ বক্স আসবে।
সেখান থেকে আবারও Delete Account বাটনটি নির্বাচন করুন।
এরপর আবারও একটি ডায়লগ বক্স দেখতে পাবেন, এটি যে আপনারই একাউন্ট এই সত্যতা নিশ্চিত করতে আপনার ফেসবুক পার্সওয়াডটি পুনরায় নিবন্ধিত করুন এবং Continue বাটনে ক্লিক করুন।
এবার আপনার ফেসবুক (Facebook) আকাউন্ট পরবর্তী ৩০ দিনের মধ্যে পুরোপুরি ডিলিট হয়ে যাবে। (এক্ষেত্রে মনে রাখবেন এই ৩০ দিনে মধ্যে ওই একাউন্ট Log In করলে ডিলিট অনুরোধ বাতিল বলে গণ্য হবে।)
Comments
No review