বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল নিয়ে এল Kechaoda, দেখে নিন কি কি থাকছে এই মোবাইলে
Writen by : Admin
Writen by : Admin | Date : 20 Jan 2020 | Bookmark : Add

একের পর এক নতুন মডেলের ফিচার ফোন এনে দর্শক মহলে বিশেষ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে Kechaoda নামের এই মোবাইল ব্রান্ড। এর আগে 5000mAh -এর একটি ফিচার ফোন বাজারে এনেছিল এই ব্রান্ড, যা দিয়ে Reverse Charging বা অন্য মোবাইল ফোন চার্জিং করার সুবিধা অর্থাৎ Kechaoda মোবাইলটিকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করা যেত।
এবারও এক নতুন চমক দিতে Kechaoda মোবাইল ব্রান্ড লঞ্চ করল বিশ্বের সবচেয়ে ছোট ফিচার ফোন। এই মোবাইল একটি পেন্সিল ব্যাটারির সাইজের মত দৈর্ঘ্য। কি অবাক লাগছে? শুধু মাত্র সাইজের দিক দিয়ে নয় এই মোবাইলে থাকছে আরও নানান স্পেসিফিকেশন।
Kechaoda K10 স্পেসিফিকেশন :-
ডিসপ্লে (Display) : 1.68 সেমি বা 0.66 ইঞ্চি সাইজের 64 x 48 পিক্সেলের ডিসপ্লে থাকছে এই মোবাইলে।
মেমরি ও স্টোরেজ (Storage) : 32MB র্যাম ও 32MB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। অতিরিক্ত কোন মেমরি লাগানো সুবিধা থাকছে না এই মোবাইলে।
ব্যাটারী (Battery) : 300mAh নট রিমুভাল ব্যাটারি পাওয়া যাবে Kechaoda K10 মোবাইলে।
কালার : Kechaoda K10 মডেলের মোবাইল Black, Gold, Grey, Rose Gold ও Silver এই পাঁচটি রঙে পাওয়া যাবে।
এছাড়াও ব্লুটুথ, FM রেডিও-এর সুবিধা পাওয়া যাবে এই মোবাইলে।
কেন Kechaoda K10 কিনবেন ?
- Kechaoda এই মোবাইলকে আপনি চাইলে ব্লুটুথ হেটফোন হিসাবে আপনার স্মার্টফোনের সঙ্গে সংযোগ করতে পারবেন। এর ফলে Kechaoda K10 মোবাইল থেকে স্মার্টফোনে আসা সমস্ত কল রিসিভ করতে পারবেন। এছাড়াও নম্বর ডায়াল করে কল করাও যাবে।
- শুধুমাত্র ব্লুটুথ-এর মাধ্যমে ইনকামিং-আউটগোয়িং কল নয়, এতে থাকছে একটি মাইক্রো সিমকার্ড লাগানো সুবিধা। যা দিয়েও কল করা ও কল রিসিভ করা যাবে।
Kechaoda K10 মোবাইলটির দাম ভারতীয় মূল্য প্রায় 1000 (এক হাজার) টাকার কম দামে কিনতে পারবেন। অনলাইনে (Amazon.in) কিনতে নীচের বাটনে ক্লিক করুন।
Comments
No review