Nero দিয়ে কিভাবে বুটেবল ডিভিডি বানাবেন?
Writen by :
Writen by : | Date : 17 Jan 2020 | Bookmark : Add

Title পড়ে নিশ্চই ধারনা করতে পেরেছেন, আজ এই ছোট্ট বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা অনেকে ISO ফাইলকে বুটেবল ডিভিডি (DVD) বানানোর সময় Normal DVD বানানোর পদ্ধতি অবলম্বন করি। কিন্তু এক্ষেত্রে ISO ফাইলটি সঠিকভাবে বুটেবল DVD তে পরিণত হয় না।
সে জন্যই আজ এই পোস্টে কিভাবে Nero নামের এই কম্পিউটার অ্যাপ্লিকেশন দিয়ে একটি বুটেবল ডিভিডি (Bootable DVD) বানানো যায় তার পদ্ধতি সম্পর্কে জানবো।
মনে রাখবেন, বুটেবল ডিভিডি বানানোর ক্ষেত্রে সবসময় Nerow Burning Rom অপশন থেকে ডিভিডি (DVD) বার্ন করতে হয়। চলুন পুরো পদ্ধতিটি দেখে নেওয়া যাক।
বুটেবল ডিভিডি বানানোর পদ্ধতি :
- প্রথমে ISO ফাইলটিতে Right Click করে Open With > Nero Burning Rom অপশনটি সিলেক্ট করুন। এক্ষেত্রে আগে থেকেই Nero নামের এই অ্যাপ্লিকেশনটি কম্পিউটারে ইনস্টল থাকতে হবে।
- এরপর নীচে দেওয়া চিত্রের মত Window দেখতে পাবেন। কোন রকম অপশন পরিবর্তন না করে Burn বাটনে OK করে দিন।
-
এরপর ডিভিডি প্রসেসিং হতে শুরু করবে। ডিভিডি তৈরি হতে কিছু সময় নেবে তার জন্য অপেক্ষা করুন।
-
ডিভিডি Burning শেষ হলে নিচে দেওয়া চিত্রের মত Burn process Completed Successfully নামে একটি Window আসবে সেখান থেকে Ok বাটনে ক্লিক করুন।
-
এভাবে আপনিও একটি বুটেবল ডিভিডি বানাতে পারেন।
** পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আরো টিপস পেতে আমাদের সাথে থাকুন।
Comments
No review