কিভাবে Normal Pendrive কে Bootable Pendrive বানাবেন?
Writen by : Admin
Writen by : Admin | Date : 2 Jan 2020 | Bookmark : Add

আমরা অনেকে কোন ISO ফাইলকে DVD-এর বদলে Pendrive-এ লোড (Load) বা বুট (Boot) করতে চাই। সেক্ষেত্রে আমরা অনেকে জানিনা যে কিভাবে বা কোন Software ব্যবহার করে সাধারণ পেনড্রাইভকে বুটেবল পেনড্রাইভে পরিবর্তন করা সম্ভব।
এর আগের একটি পোস্ট করেছিলাম যার বিষয় ছিল "কিভাবে Bootable DVD বানাতে হয়"। আজ আমরা জানব কিভাবে পেনড্রাইভকে বুটেবল পেনড্রাইভ (Bootable Pendrive)-এ পরিবর্তন করা যায়। তাহলে চলুন দেখে নেই কি ভাবে বুটেবল পেনড্রাইভ (Bootable Pendrive) বানাতে হয়।
বুটেবল পেনড্রাইভ (Bootable Pendrive) বানাতে কি কি প্রয়োজন
- একটি পেনড্রাইভ (ISO ফাইলের সাইজ অনুযায়ী পেনড্রাইভ প্রয়োজন)।
- ISO ফাইল।
- Rufus অ্যাপ্লিকেশন।
- অবশ্যই একটি কম্পিউটার বা ল্যাপটপ।
বুটেবল পেনড্রাইভ (Bootable Pendrive) বানানোর পদ্ধতি
প্রথমে Rufus অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিন, (অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এই ওয়েবসাইটে https://rufus.ie যান) এবং নীচের চিত্রের মতো ইন্টারফেস দেখতে পাবেন। তবে অবশ্যই পেনড্রাইভ কম্পিউটার বা ল্যাপটপের সাথে সংযোগ করে রাখবেন।
এবার পর্যায়ক্রমে দেখব কিভাবে Rufus অ্যাপ্লিকেশন Bootable Pendrive বানাতে হয়।
- Device অপশনে পেনড্রাইভ (Pendrive) স্টোরেজ সিলেক্ট করুন।
- Select বাটনে ক্লিক করে ISO ফাইলটি সিলেক্ট করুন।
- Partition Scheme-এ ক্লিক করে MBR অপশনটি সিলেক্ট করুন।
- File System -এ ক্লিক করে NTFS অপশনটি সিলেক্ট করুন।
- এরপর Start বাটনে Ok করে দিন এবং কিছু সময় অপেক্ষা করুন (পেনড্রাইভ প্রসেসিং হওয়া পর্যন্ত)।
- এবার আপনার Normal Pendrive সম্পুর্ন রুপে বুটেবল পেনড্রাইভ (Bootable Pendrive)-এ প্রস্তুত।
** পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আরো টিপস পেতে আমাদের সাথে থাকুন।
Comments
No review