ফ্রিতে গ্রাহকদের 5GB অতিরিক্ত ডেটা দিচ্ছে Airtel. বিস্তারিত জানতে ক্লিক করুন।
Writen by : Admin
Writen by : Admin | Date : 25 Dec 2019 | Bookmark : Add

উপরের হেটলাইন পড়ে আপনি হয়ত নিশ্চয়ই অবাক হয়েছেন। হ্যাঁ সত্যিই Airtel দিচ্ছে 5GB অতিরিক্ত ইন্টারনেট ডেটা একদম বিনামূল্যে। এরজন্য আপনার একটি ছোট্ট কাজ করা প্রয়োজন।
আপনি এর আগে My Airtel অ্যাপটি ব্যবহার করেছেন, অথবা নাম শুনেছেন। বর্তমানে Airtel My Airtel অ্যাপটি পরিবর্তন করে প্লে-স্টোরে Airtel Thanks নামের একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে। যেটি প্রথমবার ইনস্টল (Install) করলেই পেয়ে যাবেন 2Gb থেকে 5GB অতিরিক্ত ইন্টারনেট ডেটা একদম বিনামূল্যে। তবে অবশ্যই মনে রাখবেন Airtel Thanks অ্যাপটি কোন মোবাইলে প্রথমবার ইনস্টলেশন (Installation) করলেই শুধুমাত্র অতিরিক্ত ডেটা পাবেন।
এছাড়াও কোন Airtel Retailer যদি Mitra App থেকে, তাদের ক্রেতাদের Airtel নম্বরে রেফার করেন তাহলে প্রতি অ্যাপ ইনস্টল (Install)-এ 10 টাকা করে কমিশন (Commission) পাবেন।
আপনি যদি Airtel Thanks অ্যাপ-এর লিঙ্ক আপনার মোবাইলে পেতে চান, তাহলে কমেন্ট করে আপনার মোবাইল নম্বর আমাদের পাঠান। আমরা SMS-এর মাধ্যমে অ্যাপ-এর লিঙ্ক আপনার মোবাইলে অ্যাপ-এর লিঙ্ক পাঠিয়ে দেব।
আপনি Airtel Thanks অ্যাপে কি কি সুবিধা পাবেন
Jio সাথে প্রতিযোগিতায় নেমে Airtel বর্তমানে গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিচ্ছে। Jio-এর অনুকরণ করে বিভিন্ন অফার ও সুবিধা দিচ্ছে Airtel, সেজন্য MyJio অ্যাপটি মতো Airtel-ও চালু করেছে নতুন অ্যাপ। দেখানে গ্রাহকরা নিজেই নিজের প্যাকেজ রিচার্জ করা ও প্যাকেজের সময়সীমা দেখতে পারবে। এছাড়াও Airtel দিচ্ছে আরো নানা সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে। নীচে Airtel Thanks-এর সুবিধা গুলি বিস্তারিত।
- Airtel Thanks-এর থেকে যেকোন Airtel মোবাইল নম্বরে ও Airtel DTH রিচার্জ করতে পারবেন।
- এছাড়াও বিদ্যুতের, গ্যাস, জল, ইন্সুরেন্স, FastTag-এর বিল মেটানোর সুবিধা থাকছে এই অ্যাপে। সঙ্গে থাকছে ক্যাশব্যাকের সুবিধা।
- Airtel Payments Bank-এর সুবিধা পাবেন Airtel Thanks অ্যাপটি দিয়ে।
- Airtel Thanks অ্যাপ দিয়ে আপনি Amazon Prime Video, ZEE5, Airtel Tv-এর মতো প্রিমিয়াম শো গুলি একদম বিনামূল্যে উপভোগ করতে পারবেন। এর জন্য Airtel Thanks অ্যাপে Play ট্যাবে গিয়ে দেখতে পারবেন।
- Airtel Thanks অ্যাপে Wynk Music-এর সুবিধাও পাবেন।
Comments
No review