গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে আসলো BSNL, দেখে নিন কি কি চমক থাকছে।
Writen by : Admin
Writen by : Admin | Date : 10 Dec 2019 | Bookmark : Add

Jio, Airtel ও Vodafone মত জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গুলো যখন কল ও ডেটা চার্জ বৃদ্ধির ঘোষণা করছে। তখন ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL নিয়ে হাজির হল চমৎকার সব প্রিপেড প্ল্যান-এর অফার। এর আগেও 35 টাকার কোন মাসিক রিচার্জকে সম্মার্থন করেনি এই সংস্থা।
কয়েক দিন আগে কর্মচারীদের ঠিকঠাক বেতন দিতে অপারগ এই সংস্থার নিয়ে মিডিয়াতে কম মাতামাতি হয়নি। তখন অনেকে ধারনা করেছিলেন, এবার বুঝি বন্ধ হয়ে যাবে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থাটি। আবার অনেকে BSNL-এর এই অবস্থার জন্য Jio ও বর্তমান সরকারকে দায়ি করেছিলেন। কিন্তু সেই ধারনা ভুল প্রমাণিত করে নতুন ভাবে অন্যান্য টেলিকম সংস্থা গুলির সাথে প্রতিযোগিতায় নেমেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL.
Jio, Airtel, Vodafone ও Idea কে টেক্কা দিয়ে BSNL-এর নতুন প্রিপেড প্ল্যান গুলির উল্ল্যেখযোগ্য হল -
আনলিমিডেট প্ল্যান
- 18 টাকার রিচার্জে 2 দিনের জন্য আনলিমিডেট ভয়েজ কল, প্রতিদিন 1GB ডেটা ও 100 এসএমএস (SMS).
- 29 টাকার রিচার্জে 5 দিনের জন্য আনলিমিডেট ভয়েজ কল, 1GB ডেটা ও 300 এসএমএস (SMS).
- 78 টাকার রিচার্জে 8 দিনের জন্য আনলিমিডেট ভয়েজ কল, প্রতিদিন 2GB ডেটা (80Kbps স্পীডে) ও 100 এসএমএস (SMS).
- 97 টাকার রিচার্জে 18 দিনের জন্য আনলিমিডেট ভয়েজ কল, প্রতিদিন 2GB ডেটা (80Kbps স্পীডে) ও প্রতিদিন 100 এসএমএস (SMS).
- 99 টাকার রিচার্জে 24 দিনের জন্য আনলিমিডেট ভয়েজ কল, বিনামূল্যে কলার টিউনের সাথে।
- 118 টাকার রিচার্জে 28 দিনের জন্য আনলিমিডেট ভয়েজ কল, প্রতিদিন 500MB ডেটা (40Kbps স্পীডে) ও প্রতিদিন 100 এসএমএস (SMS).
- 164 টাকার রিচার্জে 30 দিনের জন্য আনলিমিডেট ভয়েজ কল, প্রতিদিন 1GB ডেটা।
- 199 টাকার রিচার্জে 28 দিনের জন্য আনলিমিডেট ভয়েজ কল, প্রতিদিন 1GB ডেটা ও প্রতিদিন 100 এসএমএস (SMS).
- 298 টাকার রিচার্জে 54 দিনের জন্য আনলিমিডেট ভয়েজ কল, প্রতিদিন 1GB ডেটা (40Kbps স্পীডে) ও প্রতিদিন 100 এসএমএস (SMS).
- 349 টাকার রিচার্জে 64 দিনের জন্য আনলিমিডেট ভয়েজ কল, প্রতিদিন 2GB ডেটা (40Kbps স্পীডে) ও প্রতিদিন 100 এসএমএস (SMS).
ডেটা প্ল্যান
- 13 টাকার রিচার্জে 1 দিনের জন্য 2GB 2G/3G ডেটা।
- 28 টাকার রিচার্জে 3 দিনের জন্য 1.5GB 2G/3G ডেটা।
- 56 টাকার রিচার্জে 14 দিনের জন্য প্রতিদিন 1.5GB 2G/3G ডেটা।
- 98 টাকার রিচার্জে 24 দিনের জন্য প্রতিদিন 2GB 2G/3G ডেটা।
- 1498 টাকার রিচার্জে 365 দিনের জন্য 91GB 2G/3G ডেটা।
ফুল টকটাইম / অতিরিক্ত টকটাইম
- 220 টাকার রিচার্জে 220 ফুল টকটাইম।
- 550 টাকার রিচার্জে 575 ফুল টকটাইম।
- 1100 টাকার রিচার্জে 1200 ফুল টকটাইম।
- 2000 টাকার রিচার্জে 2300 ফুল টকটাইম।
- 3000 টাকার রিচার্জে 3600 ফুল টকটাইম।
- 3300 টাকার রিচার্জে 3500 ফুল টকটাইম।
- 5500 টাকার রিচার্জে 6000 ফুল টকটাইম।
Comments
No review