মুক্তি পেল নতুন আধার অ্যাপ, দেখে নিন কি কি সুবিধা থাকছে।
Writen by : Admin
Writen by : Admin | Date : 30 Nov 2019 | Bookmark : Add

বর্তমানে আধার কার্ড আমাদের পরিচয় পত্রের মধ্যে অগ্রগণ্য। তাই এই আধার কার্ডের জালিয়াতি ও আধার কার্ড-এর ডিজিটাল কপি স্মার্টফোনে রাখার জন্য বহু দিন ধরেই প্রচেষ্টা চালাচ্ছে UIDAI কর্তৃপক্ষ। যদিও UIDAI কর্তৃপক্ষ এর আগে mAadhaar নামের একটি অ্যাপ অনেক আগেই চালু করলেও, বিশেষ কিছু অসুবিধার কারনে সকলের পক্ষে আধার কার্ড-এর ডিজিটাল কপি ডাউনলোড করা সম্ভব হত না।
UIDAI কর্তৃপক্ষের তরফ থেকে নতুন আধার অ্যাপ NewmAadhaar সম্পর্কে জানানো হয়েছে। আপনার আধার কর্ডে থাকা তথ্য, যেমন - নাম, বয়স, লিঙ্গ, ছবি ইত্যাদি থাকবে নতুন এই অ্যাপে। শুধুমাত্র মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে এই অ্যাপ। তার আগে অবশ্যই পুরানো mAadhaar টি আন ইনস্টল করে নিতে হবে।
নতুন এই আধার অ্যাপের সুবিধা :
নতুন আধার অ্যাপ সম্পর্কে একাধিক নতুন সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে UIDAI কর্তৃপক্ষ। সেগুলি হল-
- রি-প্রিন্টের সুবিধা : নতুন এই অ্যাপের মাধ্যমে আপনি যখন খুশি তখনি হারিয়ে যাওয়া আধার কার্ড পাবেন। অর্থাৎ NewmAadhaar অ্যাপটি ওপেন (Open) করা মাত্রই রি-প্রিন্ট অপশনে ক্লিক করে, মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করে এবং 50 টাকার বিনিময়ে আপনার আধার কার্ডের রি-প্রিন্টের আবেদন করতে পরেন। এরপর পোষ্টঅফিসের মাধ্যমে নতুন আধার কার্ড পাবেন।
- OTP অসুবিধা : পুরানো mAadhaar অ্যাপে OTP ভেরিফিকেশন বহু ইউজারের অসুবিধা কারন হওয়ায়, নতুন এই আধার অ্যাপে Time-Based OTP বা TOTP সুবিধা এনেছে UIDAI কর্তৃপক্ষ।
- লক ও আনলকের সুবিধা : নতুন অ্যাপে বায়োমেট্রিক পদ্ধতিতে যখন খুশি লক ও আনলকের সুবিধা পাবেন।
- ডেটা শেয়ার : নতুন এই অ্যাপে QR Code-এর মাধ্যমে আধার কার্ডের তথ্য যখন খুশি তখন শেয়ার করতে পারবেন। ফলে এতে আপনার তথ্য ফাঁস হওয়ার সম্ভবনা থাকবে না।
- KYC-এর সুবিধা : NewmAadhaar অ্যাপ দিয়ে ই-মেইল অথবা মেসেজের দ্বারা eKYC করতে পারবেন। এছাড়াও আপনার মোবাইলে আধার কার্ডের ডিজিটাল কপি থাকার ফলে আধার কার্ডের হার্ড কপি সঙ্গে না থাকলেও চলবে।
প্রশঙ্গত উল্ল্যেখ যে, UIDAI কর্তৃপক্ষ নতুন এই আধার কার্ডের অ্যাপটি Android স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বর্তমানে গুগল প্লে-স্টোরে প্রকাশ করেছে।
Comments
No review