10,000 (দশ হাজার) টাকার মধ্যে সেরা 5 টি স্মার্টফোনের মডেল সম্পর্কে জেনে নিন।
Writen by : Admin
Writen by : Admin | Date : 29 Nov 2019 | Bookmark : Add

আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান? আপনি কি 10,000 (দশ হাজার) টাকার মধ্যে নতুন স্মার্টফোন কিনতে চান? তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য একদম পারফেক্ট প্রতিবেদন।
আজ আপনাকে 2019 সালের সেরা 5 টি স্মার্টফোনের রিভিউ দেব যেগুলির মূল্য 10,000 (দশ হাজার) টাকার মধ্যে হলেও স্পেসিফিকেশনের দিক দিয়ে দামি স্মার্টফোনের সমতুল্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা 5 (পাঁচটি) স্মার্টফোন।
Redmi Note 7S : এই তালিকায় শীর্ষে আছে Redmi Note 7S মডেলের স্মার্টফোন। ভারতের স্মার্টফোনের বাজারে MI জনপ্রিয় ব্রান্ড। কম দামে অসাধারণ ফিচারের স্মার্টফোন এই ব্রান্ড প্রথম ভারতের বাজারে নিয়ে আসে। এ বছরেও তার ব্যাতিক্রম হয়নি। Redmi Note 7S তারই একটি উদাহরণ। একনজরে দেখে নিন কি কি থাকছে এই মোবাইলে।
- 2340 x 1080 পিক্সেল রেজুলেশনের 6.3 ইঞ্চি IPS নচ ডিসপ্লে।
- 3 GB র্যাম ও 32 GB ইন্টারনাল স্টোরেজ অথবা 4 GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজে পাবেন এই স্মার্টফোনে। এছাড়াও 256 GB পর্যন্ত অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন।
- 48MP + 5MP ব্যাক ক্যামেরার সাথে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা।
- এছাড়াও থাকছে 4000mAh-এর ব্যাটারী, ফিঙ্গারপ্রিন্ট আনলক, টাইপ C ইউএসবি ইত্যাদি।
Infinix Hot 8 : এই তালিকায় দ্বিতীয় স্থানে আমরা Infinix Hot 8 স্মার্টফোনকে রেখেছি। বছরের শুরু থেকেই MI ও Realme মত ব্রান্ড গুলির সাথে জোর টক্কর দিচ্ছে Infinix স্মার্টফোন ব্রান্ড। Infinix Hot 8-এর অসাধারণ ফিচার স্মার্টফোন প্রেমীদের বেশ আকর্ষণ করেছে। Infinix Hot 8-এর স্পেসিফিকেশ গুলি হল।
- 720 x 1600 পিক্সেল রেজুলেশনের 6.52 ইঞ্চি IPS মিনি ড্রপ নচ ডিসপ্লে।
- 4 GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজে পাবেন এই স্মার্টফোন। এছাড়াও 256GB পর্যন্ত অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন।
- 13MP + 2MP + Low Light Sensor ব্যাক ক্যামেরার সাথে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা।
- এছাড়াও থাকছে 5000mAh-এর ব্যাটারী, ফিঙ্গারপ্রিন্ট আনলক, Android Pie 9 OS ইত্যাদি।
Realme 3i : এই তালিকায় তৃতীয় স্থানে আমরা Realme 3i স্মার্টফোনকে রেখেছি। একের পর এক কম দামের স্মার্টফোন বাজরে এনে স্মার্টফোনের বাজারে এক বিপ্লব সৃষ্টি করেছে এই ব্রান্ড (Realme)। স্মার্টফোনের বাজারে Realme ও MI ব্রান্ড দুটির জোর প্রতিযোগিতা দেখা যায়। Realme 3i স্মার্টফোনের স্পেসিফিকেশ গুলি হল।
- 1520 x 720 পিক্সেল রেজুলেশনের 6.22 ইঞ্চি IPS ডিউড্রপ নচ ও গরিলা গ্লাস ৩ ডিসপ্লে।
- 3 GB র্যাম ও 32 GB ইন্টারনাল স্টোরেজ অথবা 4 GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজে পাবেন এই স্মার্টফোন। এছাড়াও 256 GB পর্যন্ত অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন।
- 13MP + 2MP ব্যাক ক্যামেরার সাথে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা।
- এছাড়াও থাকছে 4230mAh-এর ব্যাটারী, ফিঙ্গারপ্রিন্ট আনলক, Octa Core Processor ইত্যাদি।
Realme 2 Pro : এই তালিকায় চতুর্থ স্থানে আমরা Realme 2 Pro স্মার্টফোনকে রেখেছি। মিড রেঞ্জের এই মোবাইলের স্পেসিফিকেশ গুলি হল।
- 2340 x 1080 পিক্সেল রেজুলেশনের 6.3 ইঞ্চি IPS ডিউড্রপ ড্রপ নচ ও গরিলা গ্লাস ৩ ডিসপ্লে।
- 4GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ অথবা 6GB র্যাম ও 64GB ইন্টারনাল অথবা 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজে পাবেন এই স্মার্টফোন। এছাড়াও 256 GB পর্যন্ত অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন।
- 13MP + 2MP ব্যাক ক্যামেরার সাথে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা।
- এছাড়াও থাকছে 3500mAh-এর ব্যাটারী, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক, Android Oreo 8.1 OS ইত্যাদি।
Vivo U10 : এই তালিকায় পঞ্চম ও শেষ স্থানে আমরা Vivo U10 স্মার্টফোনকে রেখেছি। স্মার্টফোনের বাজারে Vivo অতি পরিচিত মোবাইল ব্রান্ড। তবে দশ হাজারের নীচে ভিভো (Vivo)-এর সবথেকে আকর্ষণীয় স্পেসিফিকেশনের মোবাইল এটি। দেখে নিন কি কি থাকছে এই ফোনে।
- 720 x 1544 পিক্সেল রেজুলেশনের 6.35 ইঞ্চি IPS ডিউড্রপ ড্রপ নচ ও গরিলা গ্লাস ৩ ডিসপ্লে।
- 3GB র্যাম ও 32GB ইন্টারনাল স্টোরেজ অথবা 3GB র্যাম ও 64GB ইন্টারনাল অথবা 8GB র্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজে পাবেন এই স্মার্টফোন। এছাড়াও 256 GB পর্যন্ত অতিরিক্ত মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন।
- 13MP + 8MP + 2MP ব্যাক ক্যামেরার সাথে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা।
- এছাড়াও থাকছে 5000mAh-এর ব্যাটারী, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক, দ্রুত চার্জিং সুবিধা, Android Pie 9 OS ইত্যাদি।
Comments
No review