বাজারে এল Mi Note 10 স্মার্টফোন। দেখে নিন কি কি থাকছে।
Writen by : Admin
Writen by : Admin | Date : 8 Nov 2019 | Bookmark : Add

অবশেষে প্রতিক্ষার অবশান, 6 নভেম্বর বুধবার প্রকাশে এল Xiaomi-এর নতুন মডেল Mi Note 10. তবে কয়েক দিন আগে চিনে প্রকাশ পাওয়া Xiaomi CC9 Pro মোবাইলের পণঃ সংস্করণ অনেকে মনে করছেন। কম সময়ের ব্যবধানে একের পর এক নতুন স্মার্টফোন বাজারে এনে প্রতিযোগী মোবাইল ব্রান্ড কম্পানি গুলির সাথে জোর টক্কর দিচ্ছে Xiaomi.
108MP এর এই স্মার্টফোনের ক্যামেরা তৈরিতে প্রথমবারের মত যৌথ ভাবে কাজ করেছে Xiaomi ও Samsung. 1080x2340 রেজুলেশন 6.47 ইঞ্চি সাইজের ডিসপ্লে, কম আলোতে ছবি তোলার (ISOCell প্রযুক্তি) সুবিধা সহ এই মোবাইলে থাকছে আরোও অনেক আকর্ষণীয় অনেক ফিচার।
দেখে নিন কি কি থাকছে Mi Note 10 স্মার্টফোনে-
Mi Note 10 স্পেসিফিকেশন :
ডিসপ্লে (Display) : 1080x2340 পিক্সেল রেজুলেশন 6.47 ইঞ্চি ফুল HD ডিওড্রপ নচ ডিসপ্লে।
ব্যাটারি (Battery) : 5260mAh এর নন রিমুভাল ব্যাটারি থাকছে এই মোবাইলে। থাকছে দ্রুত চার্জিং-এর সুবিধা।
প্রসেসর (Processor & OS) : 2.2GHz অক্টা-কোর Qualcomm Snapdragon 730G প্রসেসর ও অ্যান্ড্রয়েড পাই 9 অপারেটিং সিস্টেম থাকছে Mi Note 10 মোবাইলে।
মেমরি ও স্টোরেজ (Storage) : Mi Note 10 মোবাইলে থাকছে 8GB র্যাম (RAM) এবং 256GB ইন্টারনাল স্টোরেজ (Internal storage). তবে অতিরিক্ত কোন রকম মেমরি সংযোগের সুবিধা নেই এই মোবাইলে।
ক্যামেরা (Camera) : Xiaomi প্রধানত ক্যামেরার উপর জোর দিয়েই এই মোবাইলটি বাজারে এনেছে। 108MP (প্রাইমারি ক্যামেরা) + 20MP (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল)+12MP (পারফেক্ট পোর্ট্রেট) + 5MP (50x জুম) + 2MP ক্যাামেরা ও Dual LED ফ্ল্যাশ সহ প্রাইমারি ক্যামেরা। এছাড়া 32MP এর ফ্রন্ট ক্যামেরা থাকছে এই মডেলে।
এছাড়াও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক-এর সুবিধা, USB Type-C, Dual 4G-এর সুবিধা সহ ইত্যাদি নানা ফিচার।
তবে Mi Note 10-এর দাম সম্পর্কে স্পষ্টভাবে জানা যায়নি। তবে অনলাইন বিভিন্ন সংস্থার মতে ভারতীয় টাকায় 25,990 টাকায় পাওয়া যাতে পারে এই মোবাইল।
Comments
No review