কম্পিউটার দিয়ে কিভাবে Hotstar-এর ভিডিও ডাউনলোড করবেন?
Writen by : Admin
Writen by : Admin | Date : 28 Aug 2019 | Bookmark : Add

Hotstar-এর সাথে আমারা সকলে কম বেশী পরিচিত, তার কারন এখানে আমরা স্টার নেটওয়ার্ক চ্যানেলের সব ধরনে টেলিফ্লিম, মুভিস, খেলা ও সংবাদ দেখতে পাই যেগুলি বেশিরভাগ সম্পুর্ন বিনামূল্যে। সাধারণত আমাদের মনে প্রায়শই প্রশ্ন জাগে যে "যদি এই মুভিস টা কম্পিউটারে ডাউনলোড করতে পারতাম"।
বন্ধুরা আজ আমরা এই বিষয়ে আলোচনা করবো যে, কোন অ্যাপস ছাড়াই কি করে Hotstar থেকে টেলিফ্লিম অথবা মুভিস কিভাবে ডাউনলোড করতে হয়।? চলুন বিষয়টি ধাপে ধাপে দেখা যাক। প্রথমে গুগল ক্রোম (Google Chrome) খুলুন, তারপর বুকমার্ক বারে (Bookmark Bar) অ্যাপস (প্রথমে) এ ক্লিক করুন আথবা Stream Video Downloader এই লিংকে ক্লিক করতে পারেন। তারপর নীচে দেওয়া ছবির মতো অপশন আসবে।
এখান থেকে ওয়েব স্টোর (Web Store) -এ ক্লিক করুন। এবার আপনি এখানে সার্চবারে সার্চ করুন Stream video downloader
এরপর আপনি hotstar.com ওয়েবসাইট খুলুন এবং যে কোন টেলিফ্লিম অথবা মুভিস প্লে করুন। যখন আপনার নির্বাচিত (টেলিফ্লিম অথবা মুভিস) প্লে হতে শুরু করলে, তখন আপনি বুকমার্ক বারে সবুজ রঙের ডাউনলোড আইকনে ক্লিক করুন।
এরপর ড্রপডাউন অপশন শো করবে, যেখান বিভিন্ন ফরমাটে ভিডিও থাকবে। এবার আপনার পছন্দ অনুযায়ী ফরমাট নির্বাচন করে ওকে করুন।
এরপর একটি নতুন ট্যাব (New Tab) খুলে যাবে যেখানে ডাউনলোড হতে দেখবেন। নীচে Screenshot দেওয়া হল।
Comments
No review