অজানা গান শুনেই গানের পুরো Information খুজে দেবে এই অ্যাপ
Writen by : Admin
Writen by : Admin | Date : 24 Oct 2019 | Bookmark : Add

আমরা অনেক এমন অনেক গান বা মিউজিক প্রায়শই শুনে থাকি, যেগুলি "কোন চলচ্চিত্রের গান?" অথবা "ওই গানের গায়ক/গায়িকার নাম কি?" ইত্যাদি এমন তথ্য বা Information বা তথ্য জানিনা। তখন আমাদের মনে এমনই প্রশ্নের উদয় হয় "যে কিভাবে বা কি উপায়ে ওই সব গানের Information বা তথ্য পাওয়া যাবে?"।
আজ এই বিষয়ে সমাধানের জন্য একটি অসাধারণ Android App-এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যা কোন গান বা মিউজিক শুনেই সেই গানের Information খুজে দেবে মুহূর্তের মধ্যে। এমনকি পুরো গান বা মিউজিকটি প্লে করে শুনতেও পারবেন। হ্যাঁ সত্যিই, কোন গান বা মিউজিক চলাকালীন (অন্য কোন লাউড্স্পীকার, কম্পিউটার, মোবাইলে) আপনার মোবাইলের অ্যাপটি (Shazam) খুলে বা চালু করে Listening করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই ওই গানের পুরো Information বা তথ্য আপানার সামনে হাজির হাবে।
Shazam অ্যাপ ইনস্টলেশন ও ব্যবহার পদ্ধতি :
Shazam অ্যাপটি ইনস্টল করতে Google Play স্টোরে Shazam লিখে সার্চ করুন অথবা এই লিঙ্ক থেকে ডাউনলোড ও ইনস্টল করে নিন।
এরপর অ্যাপ্লিকেশন টি ওপেন করুন এবং অ্যাপ্লিকেশনকে প্রয়োজনীয় অনুমতি (যেমন- মাইক্রোফোন) দিন, এবং নীচের ছবির ন্যায় ইন্টারফেস আসবে।
এবার অ্যাপটির কার্যকারিতা পরীক্ষার জন্য অন্য কোন ল্যাপটপ/ কম্পিউটার / মোবাইলে যে কোন একটি গান বা মিউজিক চালিয়ে, মোবাইলে Shazam অ্যাপ চালু করে Shazam-এর লোগোতে একবার টাচ করুন।
কিছুক্ষন LIstening হওয়ার পর, ল্যাপটপ/ কম্পিউটার / মোবাইলে বাজানো গানের Information বা তথ্য আপনার মোবাইলে দেখতে পাবেন।
এছাড়াও হ্লুদ রঙের প্লে বাটনে ক্লিক করে পুরো গানটি শুনতেও পারবেন।
এভাবে চাইলে আপনি যে কোন গান বা মিউজিক-এর পুরো তথ্য (Information) খুব সহজেই পেতে পারেন।
** পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান ।
Comments
No review