ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কোর্স (তৃতীয় পর্ব)
Writen by : R Baidya
Writen by : R Baidya | Date : 17 Oct 2019 | Bookmark : Add

গত পর্বে ওয়েব হোস্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনার পর এই পর্বে আলোচনা করব একটি ওয়েব সাইট কিভাবে কিভাবে চালু করতে হয়। অর্থাৎ কিভাবে ডোমেইন ও ওয়েব হোস্টিং কিনতে হয়, ডোমেইন ও হোস্টিং ইনস্টলেশন, সার্ভারে ডাটা আপলোড ইত্যাদি সম্পর্কে জানবো।
অতএব ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কোর্সের এই পর্ব একজন নবশিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপুর্ন। প্রথমে কিভাবে একটি ডোমেইন কিভাবে নিতে হয় সেটি দেখব।
ডোমেইন নিবন্ধীকরণ (Domain Registration) : ডোমেইন বলতে কোন ওয়েব সাইটের URL কে বোঝায়। উদাহরণ সরূপ Google.com, Facebook.com, Youtube.com ইত্যাদি। এই ডোমেইন সাধারণত অদ্বিতীয় হয়ে থাকে। অর্থাৎ আপনি চাইলে Facebook.com নামে কোন ডোমেইন পুনরায় নিবন্ধ করতে পারবেন না।
এখন প্রশ্ন হল এই ডোমেইন কিভাবে বা কি উপায়ে পাবেন? এর জন্য বিভিন্ন ডোমেইন রেজিস্ট্রার কম্পানির থেকে আপনার পছন্দের ডোমেইন নিবন্ধ করতে হবে। ডোমেইন রেজিস্ট্রার কম্পানি গুলির মধ্যে উল্ল্যেখযোগ্য হল - GoDaddy, Namecheap, Bluehost প্রভৃতি। বর্তমানে Google ডোমেইন নিবন্ধীকরন পরিষেবা চালু করেছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে godaddy.com থেকে একটি ডোমেইন নিবন্ধন (Registration) করে দেখাব।
ডোমেইন নিবন্ধীকরন (Registration) করতে প্রথমে ওয়েব ব্রাউজারে godaddy.com সাইটে প্রবেশ করুন ।
- প্রথমে সাইন ইন করুন।
- ন্যাভিগেশন বারে Domains > Domain Name Search অথবা হোমপেজে Search Domain ফর্মে আপনার পছন্দের ডোমেইনের (যে নামে ওয়েব সাইট খুলতে চান) নাম লিখে সার্চ করুন।
- উদাহরণ সরূপ আমি gomyhome.in নামের ডোমেইন নেম লিখে সার্চ করি এবং ডোমেইনটি Available থাকায় Add to Cart বাটনে ওকে করব।
- এরপর প্রয়োজনীয় টাকা দিয়ে ডোমেইন টি কিনে নেব।
- এভাবে আপনি আপনার প্রয়োজনীয় ডোমেইন টি কিনতে পারবেন।
হোস্টিং ক্রয় (Hosting Buy) : গত পর্বে যেহেতু হোস্টিং-এর সমন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেহেতু হোস্টিং কাকে বলে তা আর বলার প্রয়োজন নেই। যদি আপনি হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে "ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কোর্স (তৃতীয় পর্ব)" দেখে নিতে পারেন।
বন্ধুরা হোস্টিং সব সময় বিশ্বস্ত হোস্টিং প্রোভাইডার কম্পানির থেকে নেওয়া প্রায়োজন। Hostgator, Bluehost, Godaddy প্রভৃতি কম্পানি খুবই জনপ্রিয় হোস্টিং প্রোভাইডার কম্পানি। চাইলে এই সব হোস্টিং প্রোভাইডার কম্পানির থেকে হোস্টিং ক্রয় করতে পারেন।
হোস্টিং নেওয়া জন্য পুনরায় godaddy.com সাইটে যাব এবং নিচের নিয়ম গুলি ধাপে ধাপে করব।
- প্রথমে সাইন ইন করে নেব।
- ন্যাভিগেশন বারে Hosting > Web Hosting অপশনে ক্লিক করব।
- এরপর বিভিন্ন ওয়েব হোস্টিং প্যাকেজের থেকে প্রয়োজনীয় প্যাকেজটি নির্বাচন করে Add to Cart বাটনে ওকে করব। (চাইলে আপনি ডোমেইন কেনার সময় ঐ ডোমেইনের জন্য প্রয়োজনীয় হোস্টিং কিনে নিতে পারেন। এতে Nameserver-এর এড্রেস পরিবর্তন করার কোন ঝামেলা থাকে না।)
- এবারে কোন ডোমেইন-এর জন্য হোস্টিং কিনব এবং কত দিনের জন্য হোস্টিং নেব, তা নিবন্ধ করবন। এছাড়াও অন্যান্য সুবিধা (যেমন -SSL, Antivirus, Backup ইত্যাদি।) নিতে হলে সেই অপশন গুলি সিলেক্ট করে Continue বাটনে ওকে করব।
- এর পর অনলাইন পেমেন্ট করলে হোস্টিং ক্রয় সম্পর্ন হবে।
এরপর ডোমেইন ও হোস্টিং এর মধ্যে সংযোগ করাই হল পরবর্তী কাজ। এর জন্য Domain এর DNS Management-এ গিয়ে Nameservers অপশনে হোস্টিং-এর জন্য প্রদত্ত দুটি Nameserver ইনপুট করে দিতে হবে। সাধারনত নেমসার্ভার এড্রেস ও অন্যান্য তথ্য রেজিস্টার ইমেল-এ হোস্টিং প্রোভাইডার কম্পানি থেকে পাঠিয়ে থাকে। Nameserver ইনপুট করার পর কয়েক ঘন্টার মধ্যে ওই ডোমেইন বা ওয়েব সাইট প্রস্তুত হয়ে যাবে। তবে যদি পুরানো ডোমেইন হয় তাহলে ১০ থেকে ১২ ঘন্টা অনেক সময় লেগে যেতেও পারে।
এবার ওয়েব সাইটের সমস্ত ফাইল (কোডিং, গ্রাফিক্স, ছবি ইত্যাদি) হোস্টিং সার্ভারের File Manager-এ public_html ফোল্ডারে আপলোড করে নেব। তারপর নতুন রেজিস্ট্রেশনকৃত ডোমেইনটি ওয়েব ব্রাউজারে চেক করে নেব।
এভাবেই একটি ডোমেইন ও হোস্টিং কিনে ওয়েব সাইট বানাতে পারেন, তবে ওয়েব সাইটের কোডিং লেখার জন্য বিভিন্ন ধরনের Language জানা অবশ্যই প্রয়োজন। এছাড়াও WordPress, Wix এর মতো বিভিন্ন Content Management System ওয়েব সাইট-এর সাহায্যে অনেক সহজেই কোন রকম কোডিং না জেনেও একটি ভালো মানের ওয়েব সাইট বাননো সম্ভব।
** পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন যারা শিখতে ইচ্ছুক এবং কমেন্ট করে আপনার মতামত জানান ।
Comments
No review