এডোবি ফটোশপ সিএস 6 (Adobe Photoshop CS6) কোর্স (প্রথম পর্ব)
Writen by : R Baidya
Writen by : R Baidya | Date : 13 Oct 2019 | Bookmark : Add

কোন চিত্র বা ছবিকে আরো আকর্ষণীয় অথবা ত্রূটিকে ঠিক করার জন্য আমরা বিভিন্ন ধরনের ফটো এডিটিং সফটওয়্যার (Photo Editing Software)-এর সাহায্য নিয়ে থাকি। এই সব ফটো এডিটিং সফটওয়্যার গুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয় হল এডোবি ফটোশপ (Adobe Photoshop) সফটওয়্যার।
একজন গ্রাফিক্স ডিজাইনার অথবা প্রোগ্রামার থকে শুরু করে সাধারণ একজন কম্পিউটার ব্যবহারকারী এডোবি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করেন না এমন ব্যক্তি খুবই কমই আছে। গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার আর্টিস্ট, ওয়েব ডিজাইন, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রভৃতি ক্ষেত্রে এডোবি ফটোশপ (Adobe Photoshop)-এর ব্যবহার হয়ে থাকে। আপনি যদি একজন কম্পিউটার ব্যবহারকারী হন তাহলে অন্তত একবার আপনি এডোবি ফটোশপ (Adobe Photoshop) সফটওয়্যারটি খুলে অথবা নাম শুনেছেন।
এডোবি ফটোশপ (Adobe Photoshop)-এর ইতিহাস :
বিশ্বের সবচেয়ে সর্বাধিক জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত এডোবি ফটোশপ (Adobe Photoshop) সফটওয়্যার তৈরি করেন থমাস নল (Thomas Knoll) ও জন নল (John Knoll) নামের দুই ভাই। সময় টা ছিল 1987 সাল। শুরুতে তাঁরা এই অ্যাপ্লিকেশনটি নাম দিতে চেয়েছিলেন ইমেজ প্রো (Image pro) কিন্তু কপিরাইট সংক্রান্ত বাধার কারনে ফটোশপ (Adobe) নামে প্রকাশ করা হয়। এরপর 1988 সালে Adobe Inc. ফটোশপ অ্যাপ্লিকেশনটি কিনে নেয় ও বাজার জাত করতে রাজি হন।
ফটোশপ এর সংস্করন সমূহ :
আজ পর্যন্ত ফটোশপ বিভিন্ন ভার্সন বাজারে এনেছে বিভিন্ন ভার্সনের ভিন্ন নামে প্রকাশ করে এই কম্পানি। যেমন - CS, C2, C6 ইত্যাদি। ফটোশপ এর শুরু থেকে ভার্সন গুলি হল।
- পুরানো ভার্সন : এই পার্যায়ে একাধিক ভার্সন আছে, এগুলি মুলত ফটোশপ-এর Older version, ফটোশপ-এর প্রথম ভার্সন ফটোশপ-0.7 এই তালিকায় শীর্ষে। এছাড়া 1.0, 7.0.1, 8.0 ইত্যাদি ভার্সন উল্ল্যেখ যোগ্য।
- ফটোশপ সিএস : 2003 সালে এই ভার্সনটি বাজারে প্রকাশ পায়। পূর্বের থেকে অধিক ফিচার নিয়ে আসে ফটোশপ সিএস এর প্রথম সংস্করণ।
- ফটোশপ সিএস 2 : 2005 সালে এই ভার্সনটি বাজারে প্রকাশ পায়। আরও নতুন কিছু টুলস যোগ করা হয় এই সংস্করণে।
- ফটোশপ সিএস 3 : 2007 সালে এই ভার্সনটি বাজারে প্রকাশ পায়।
- ফটোশপ সিএস 4: 2008 সালে এই ভার্সনটি বাজারে প্রকাশ পায়।
- ফটোশপ সিএস 5: 2010 সালে এই ভার্সনটি বাজারে প্রকাশ পায়। এই ভার্সনে জনপ্রিয় মাস্কিং টুলস যুক্ত হয়।
- ফটোশপ সিএস 6: 2012 সালে এই ভার্সনটি বাজারে প্রকাশ পায়। ফটোশপ-এর এই ভার্সনে আমরা অ্যাপ্লিকেশনটির পরিপূর্ন রূপ পাই আমরা।
- এছাড়াও ফটোশপ সিসি (Photoshop Creative Cloud) নামে কয়েকটি ভার্সনও আছে। যেমন - Photoshop CC 2014, Photoshop CC 2015, Photoshop CC 2016, Photoshop CC 2017, Photoshop CC 2018, Photoshop CC 2019. প্রধানত এডোবি ফটোশপ অ্যাপ্লিকেশনটির ব্যবহারকারীদের খরচ ও পাইরেসি কমানো জন্য এডোবি এই ভার্সন প্রকাশ করে।
এই কোর্সে এডোবি ফটোশপ (Adobe Photoshop) সফটওয়্যার এর প্রত্যেকটি টুলস (Tools)-এর ব্যবহার এবং ওই টুলস ব্যবহার করে একটি করে প্রজেক্ট দেখাব। এছাড়া এই কোর্সে এডোবি ফটোশপ সিএস ৬ (Adobe Photoshop CS6) অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। কারন এডোবি ফটোশপ সিএস ৬ (Adobe Photoshop CS6) ভার্সনটি হল সর্বপেক্ষা নতুন ভার্সন।
এডোবি ফটোশপ (Adobe Photoshop)-এর ব্যবহার :
বিভিন্ন ক্ষেত্রে এডোবি ফটোশপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা হয়। যথা -
- গ্রাফিক্স ডিজাইন (Graphics Design).
- ইমেজ এডিটিং (Image Editing).
- ওয়েব ডিজাইন (Web Design).
- এনিমেশন (Animation).
Adobe Photoshop CS6 অ্যাপ্লিকেশনের টুলস (Tools) সমূহ :
Tool Box :
এডোবি ফটোশপ (Adobe Photoshop) অ্যাপ্লিকেশনের বামদিকে টুলস বক্সে একাধিক টুল আছে। এই টুলস গুলির প্রত্যেকের কম বেশি ভুমিকা আছে। টুলস গুলি সাধারণত ফটোশপের বাম দিকে লম্বালাম্বি ভাবে একটি অথবা দুটি কলামে সাজানো থাকে।
নীচে প্রত্যেকটি টুলসে নাম সহ একটি চিত্র দেওয়া হল এছাড়াও আপনি যেকোন টুলসের উপর মাউসের কার্সর রাখলে সেই টুলসের নাম প্রদর্শিত হবে।
Hidden টুল :
টুল বক্সে প্রত্যেকটি আইকনে একাধিক টুল থাকে, সাধারণত এই সব টুলকে Hidden Tool বলে। যে আইকন গুলির ডানদিকে নিচে অ্যারো (Arrow) থাকলে, সেই আইকনের অন্তর্গত একাধিক Hidden Tool থাকে। যে কোন আইকনের উপর কার্সর রেখে Right Click করলে ওই Tool-এর Hidden Tool দেখা যাবে।
Menu বার :
এডোবি ফটোশপ (Adobe Photoshop) অ্যাপ্লিকেশনের একদম উপরে Home, Edit, Image, Layer ইত্যাদি অপশন আনুভুমিক ভাবে সাজানো থাকে তাকেই Menu বার বলে।
Tool অপশন বার :
Menu বার নিচে বিভিন্ন টুলের সেটিং নির্ধারন করার জন্য Tool অপশন বার থাকে।
Palette :
ফটোশপের ডান পাশে লম্বা লাম্বি ভাবে সাজানো যে অপশন বার থাকে একেই প্যালেট বলে। এতে বিভিন্ন অপশন ইউজার তার ইচ্ছানুযায়ী বা প্রয়োজন অনুযায়ী সাজিয়ে রাখতে পারে।
পরবর্তী পর্বে Marquee Tool-এর ব্যবহার ও একটি প্রজেক্ট দেখব।
** পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন যারা শিখতে ইচ্ছুক এবং কমেন্ট করে আপনার মতামত জানান ।
Comments
No review