Google-এর অসাধারণ কিছু সার্চ ট্রিক্স।
Writen by : Admin
Writen by : Admin | Date : 27 Aug 2019 | Bookmark : Add

Google বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলির মধ্যে, সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। বর্তমান দিনে Google-এ প্রতি সেকেন্ডে প্রায় ৬৩,০০০ ডেটা সার্চ করা হয়। Google এতো জনপ্রিয়তার জন্য আজ অনেকে "ইন্টারনেট সার্চ" বলার পরিবর্তে গুগল (Google ) করে নেই বলে থাকে।
আজ গুগল (Google)-এর অসাধারণ সার্চ ট্রিক্স সম্পর্কে জানবো, যেগুলি হয়ত আপনি এর আগেও জানতেন না।
১) আপনি যদি গুগল (Google) সার্চ বারে "do a barrel roll" এই কথাটি লিখে Ok করার সাথে সাথে পুরো পেজটি ৩৬০ ডিগ্রি ঘুরে যাবে।
২) আপনি যদি "google in 1998" সার্চ করেন, তাহলে আপনি চলে যাবে গুগলের প্রথম হোমপেজে। আর্থাৎ ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা কালে যেমন গুগল দেখতে ছিলো তেমনি।
৩) থানস (Thanos)...... হ্যাঁ আমি অ্যাভেঞ্জারস মুভির সেই সুপার ভিলেনের কথাই বলছি। যে তার এক তুড়িতে কিভাবে মহাবিশ্বের অর্ধেক লোককে গায়েব করেছিল তা আমরা কম বেশী সবাই জানি। অ্যাভেঞ্জারস ৩ রিলিজের পরে অ্যাভেঞ্জারস মুভির প্রজযনা সংস্থা ও গুগল একটি বিশেষ সার্চ ফিচার আনে, সেটি হল "thanos" কথাটি সার্চ করলে Wikipedia রেজাল্টে একটা Gauntlet দেখা যাবে। ওটাতে ক্লিক করলে সার্চ রেজাল্ট গায়েব হতে শুরু করবে এবং দ্বিতীয় বার ক্লিক করলে সার্চ রেজাল্ট পুনরায় ফিরে আসবে।
৪) আপনি কি Atari Breakout গেম খেলতে চান ? তাহলে আপনাকে আর নতুন করে গেম ইন্সটল কারার দরকার নেই। আপনার জন্য গুগল সে ব্যবস্থাও করে রেখেছে, শুধু মাত্র আপনি গুগল ইমেজ সার্চে (Google image search) গিয়ে লিখুন "atari breakout" আর গেমে মজা নিন।
৫) আমরা অনেক সময় টস করার সময় কয়েন খুজে পাইনা, কোনো চিন্তা নেই গুগল আপনাকে টস করার ব্যবস্থাও করে দেবে। শুধু মাত্র গুগলে সার্চ করুন "flip a coin" আর টস করে নিন।
৬) আপনি কি কোন হিসাব করতে চান? তাহলে সার্চ করুন "calculator" ব্যাস খুলে যাবে Calculator, সত্যই আসাধারণ।
৭) আপনার যদি লুডো খেলার Dice যদি না থাকে তাহলে আপনি গুগলে সার্চ দিতে পারেন, "roll a dice" লিখে। সে ক্ষেত্রে গুগল আপনাকে Dice roll করে দেবে।
৮) আপনি যদি "tilt" আথবা "askew" শব্দটি গুগলে লিখে সার্চ করেন তাহলে পেজটি সামান্য কাত হয়ে দেখাবে।
৯) আপনি যদি মহাবিশ্বের বিভিন্ন গ্যালাক্সি, নক্ষত্র ও গ্রহের ছবি দেখতে ও সংগ্রহ করতে চান তাহলে আপনাকে "Google Sky" বিশেষভাবে সাহায্য করবে।
১০) পৃথিবীর মাধ্যাকর্ষণ বল যে গুগলেও কাজ করে সেটা দেখতে আপনাকে লিখতে হবে "Google Gravity", ব্যাস ফলাফল দেখুন কি হয়।
১১) আপনি কি জানেন মাধ্যাকর্ষণ বল-এর মত সৌরমণ্ডলের ন্যায় গুগলেও Google sphere আছে! কি বিশ্বাস হল না? তাহলে Google-এ গিয়ে সার্চ করুন "Google sphere" এবং সার্চ রেজাল্টে প্রথম ওয়েবসাইট টি দেখে নিন।
১২) আমরা সবাই জানি যে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য কোন বস্তুকে উপরে ছুঁড়ে দিলে তা ভূপৃষ্ঠে এসে পতিত হয় কিন্তু মাহাকাশে এমন সম্ভব নয়। কারণ মাহাকাশে মাধ্যাকর্ষণ বল নেই। গুগলেও মহাকেশের মত পরিবেশ সৃষ্টি করতে আপনাকে শুধুমাত্র সার্চ করতে হবে "Google space" এবং সার্চ রেজাল্টে প্রথম ওয়েবসাইট টি খুলে মাধ্যাকর্ষণ বল শূন্য পরিবেশের মাজা নিতে পারবেন।
** পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান ।
Comments
No review