বাজারে এল Infinix Hot 8, দেখে নিন কি কি থাকছে এই মোবাইলে।
Writen by : Admin
Writen by : Admin | Date : 22 Sep 2019 | Bookmark : Add

এতদিন কম দামে আকর্ষণীয় ফিচারের স্মার্টফোন এনে গ্রাহকদের চমকে দিচ্ছিল MI (Xiaomi), Realme-এর মত মোবাইল ব্রান্ড। এবার সেই তালিকায় যুক্ত হল Infinix ব্রান্ড। বছরের শুরু থেকেই একের এক কম দামের মডেল এনে স্মার্টফোন প্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করছে এই মোবাইল ব্রান্ড। সাম্প্রতি এমনই একটি মডেল (Infinix Hot 8) এনে গ্রাহকদের বিশেষ ভাবে আকর্ষণ করছে Infinix. চলুন দেখে নেওয়া যাক কি কি ফিচার থাকছে এই মোবাইলে।
Infinix Hot 8 মোবাইলের স্পেসিফিকেশনঃ
ডিসপ্লে (Display) : 6.5 ইঞ্চি সাইজের এইচ ডি (HD) IPS ডিসপ্লে এবং সাথে থাকছে মিনি ড্রপ নচ (Mini Drop Notch)।
মেমরি ও স্টোরেজ (Storage) : 4 জিবি (GB) র্যাম 64 জিবি (GB) ইন্টারনাল স্টোরেজ, এছাড়াও থাকছে অতিরিক্ত ডেডিকেটেড মেমরি স্লট (Dedicated Slot)।
প্রসেসর (Processor) ও অপারেটিং সিস্টেম (OS) : Infinix Hot 8-এ থাকছে Helio P22 প্রসেসর ও এন্ড্রোইড পাই 9 (Android Pie 9) অপারেটিং সিস্টেম।
ক্যামেরা (Camera) : নতুন এই ফোনে থাকছে ট্রিপল প্রাইমারি ক্যামেরা 13MP + 2MP + Low Light Sensor এবং 8MP ফ্রন্ট ক্যামেরা (With Flash)
ব্যাটারী (Battery) : 5000mAh নট রিমুভাল ব্যাটারি পাওয়া যাবে Infinix Hot 8 মোবাইলে।
কালারঃ Cosmic Purple ও Quetzal Cyan দুটি রঙের পাওয়া যাবে Infinix-এর নতুন মডেলে।
এছাড়াও থাকছে ডিরাক সারাউন্ড সাউন্ড (Dirac Surround Sound), ফিঙ্গারপ্রিন্ট লক (Fingerprint lock), ফোরজি ডুয়াল সিম ভোলটি (4G Dual SIM VoLTE) সাপোর্ট।
কেন Infinix Hot 8 কিনবেন ?
বিভিন্ন অনলাইন শপিং ওয়েবসাইটে Infinix Hot 8 মোবাইল প্রায় 6999 ভারতীয় টাকায় পাওয়া যাচ্ছে এবং এই মোবাইলের স্পেসিফিকেশন অনুযায়ী মূল্য অনেক কম। এক নজরে. দেখে নিন তিনটি প্রধান কারন কেন কিনবেন এই মোবাইল ---
প্রথমত ব্যাটারি (5000mAh), দ্বিতীয়ত মেমরি ও স্টোরেজ (4 GB Ram 64 GB Internal Storage), ও তৃতীয়ত কালার বা রঙ এই মোবাইল কে আরো বেশি আকর্ষণীয় করে তোলে।
Infinix Hot 8 মোবাইলটি কিনতে নিচের বাটনে ক্লিক করুনঃ
Comments
No review