ভোটার কার্ড ভেরিফিকেশন করুন আধার কার্ড দিয়ে।
Writen by : Admin
Writen by : Admin | Date : 19 Sep 2019 | Bookmark : Add

ভারতীয় নির্বাচন কমিশন নাগরিক ভোটার তথ্য যাচাই করণ, নতুন ভোটার রেজিস্ট্রেশন ও পুরান ভোটারদের ভুল সংশোধন প্রক্রিয়া শুরু করেছে ১লা সেপ্টম্বর থেকে। এই প্রক্রিয়া চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। এর মধ্যেই সেরে ফেলতে পারেন আপনার ও আপনার পরিবারের সদস্যদের ভোটার কার্ডের কোন তথ্য বদল বা সংশোধন, নতুন ভোটার রেজিস্ট্রেশন ও আধার কার্ড বা অন্য পরিচয়পত্র দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন।
আজ আমরা দুটি পদ্ধতি আলোচনা করব যা দিয়ে উপরিক্ত কাজ গুলি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
প্রথম পদ্ধতিঃ
এই পদ্ধতিতে আমরা দেখব জাতীয় নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট (National Voter's Service Portal) থেকে কিভাবে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হয়।
- প্রথমে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ব্রাউজারে https://www.nvsp.in ওয়েবসাইট খুলুন।
- ওয়েবসাইট-এর Login অপশনে ওকে করে Don't have account, Register as a new user লিঙ্কে ক্লিক করুন।
- এবার একটা ফর্ম আসবে সেখানে আপনার মোবাইল নম্বর ও Captcha দিয়ে Send OTP বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইলে ৬ সংখ্যার OTP কোড SMS -এর মাধ্যমে আসবে, সেই সংখ্যা দিয়ে ভেরিফিকেশন করুন।
- এবার নীচে দুটি অপশনের মধ্যে, যদি আপনার ভোটার কার্ড না থাকে তাহলে I don't have EPIC number-এ আর যদি আপনার ভোটার কার্ড থাকে তাহলে I have EPIC number-এ সিলেক্ট করুন এবং তথ্য প্রদান করে Register করুন।
- এরপর Login করুন আপনার ইমেইল আইডি/মোবাইল নম্বর/ ভোটার কার্ড নম্বর ও পাসওয়ার্ড দিয়ে।
- Login হওয়ার পর Electors Verification Program অপশনটি সিলেক্ট করুন।
- এবং তারপর Verify Self Details অপশনটি নির্বাচন করুন।
- এরপর রেজিস্টার করা ব্যাক্তির নাম, অভিভাকের নাম, বয়স, লিঙ্গ দেওয়া একটি টেবিল আসবে এবং সেখান থেকে Verify My Details-এ ক্লিক করুন।
- Verify My Details-এ ক্লিক করার পর নীচে রেজিস্টার করা ব্যাক্তির সমস্ত তথ্য Display হবে সেখানে যদি কোন তথ্য ভুল থাকে তবে সেটা পরিবর্তন করে নীচে Information displayed above needs correction অপশন অথবা যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে Information displayed above is correct অপশন সিলেক্ট করুন।
- এরপর Upload Document অপশন Type of document-এ আইডি প্রূফ হিসাবে আধার কার্ড নির্বাচন করে আধার নম্বর দিন এবং ফাইল আপলোড করুন। এবং Submit বাটনে ওকে করে দিলেই আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন সম্পুর্ন হয়ে যাবে।
দ্বিতীয় পদ্ধতিঃ
এই পদ্ধতিতে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোটার কার্ড ভেরিফিকেশন সম্ভব। তাহলে চলুন পুরো পদ্ধতিটি জেনে নেওয়া যাক।
- প্রথমে গুগল Play Store থেকে "Voter Helpline" অ্যাপটি ইন্সটল করে প্রয়োজনীয় অ্যাকসেস অনুমতি দিন। তবে অবশ্যই ইন্সটল করার পূর্বে অ্যাপটি জাতীয় নির্বাচন কমিশনের কিনা দেখে নেবেন।
- এরপর "ইভিপি (Electoral Verification Programme)" ট্যাবে ক্লিক করলেই শুরু হবে ভোটার যাচাই প্রক্রিয়া।
- আপনার রেজিস্টার মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করুন। (প্রথম পদ্ধতির মত নিয়মে ভেরিফিকেশন করতে পারেন)।
** পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আরো টিপস পেতে আমাদের সাথে থাকুন।
Comments
No review