ভোটার কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিঙ্ক করাবেন?
Writen by : Admin
Writen by : Admin | Date : 16 Sep 2019 | Bookmark : Add

ব্যাঙ্ক, প্যান কার্ড, মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর সংযোগের পর, এবার ভোটার কার্ডের সাথেও আধার নম্বর সংযোগ করতে চায় কেন্দ্র। তাদের দাবি ভোটার কার্ডের সাথে আধার নম্বর সংযোগের কারনে একদিকে যেমন কমবে ভুয়ো ভোটারের সংখ্যা আবার অন্য দিকে ভোটার কার্ড জালিয়াতিও রোধ করা যাবে।
দেখে নিন কিভাবে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক কারাবেনঃ
প্রথমে বলে রাখি যে, দুটি পদ্ধতির মধ্যে যেকোন একটি পদ্ধতি অবলম্বন করে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে পারবেন। দুটি পদ্ধতি নিচে দেওয়া হল।
অনলাইন পদ্ধতিঃ এই পদ্ধতিতে আপনাকে https://electoralsearch.in/ ওয়েবসাইড টি খুলে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
- প্রথমে Search By Details অথবা Search By EPIC No-যে কোন একটি অপশন নির্বাচন করুন।
- আপনি যদি Search By Details ট্যাব নির্বাচন করেন তাহলে আপনাকে আপনার নাম, পিতা/স্বামীর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, রাজ্য, জেলা ও বিধানসভা কেন্দ্রের নাম দিতে হবে। আর আপনি যদি Search By EPIC No ট্যাব নির্বাচন করেন তাহলে আপনাকে আপনার ভোটার কার্ড নম্বর ও রাজ্যের নাম দিয়ে সার্চ করতে হবে।
- এরপর আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আপনার ভোটার কার্ডে দেওয়া Information দেখতে পাবেন।
- এবং Action কলমে Feed Aadhar Link বাটনে ক্লিক করুন।
- এবার Feed Your Aadhar Number নামের একটা Popup Window খুলবে, সেখানে নাম, ভোটার কার্ডের নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে Submit করে দিলেই আপনার ভোটার কার্ড ও আধার নম্বর লিঙ্ক হয়ে যাবে।
অফলাইন পদ্ধতিঃ এই পদ্ধতিতে আপনার রেজিস্টার মোবাইল থেকে SMS পাঠাতে হবে।
- Write Message-এ নিচে দেওয়া ফরমাটে লিখুন।
ECILINK
- 166 অথবা 51969 এই নম্বরে পাঠিয়ে দিন।
** Note : ওয়েবসাইটে সমস্যার কারনে সম্প্রতি ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক প্রক্রিয়া সাময়িক বন্ধ আছে।
Comments
No review