Honor 9N-এর Pie Update কিভাবে করবেন?
Writen by : Admin
Writen by : Admin | Date : 27 Aug 2019 | Bookmark : Add

কিভাবে Honor 9n মোবাইলে Android Pie Update করবেন? বন্ধুরা Honor 9N মোবাইলে Android Pie Update এসছে আপনারা কি জানেন? কিন্তু অনেকে আপডেট করতে অসফল, আমরা প্রায়শই এই রকম প্রশ্নের মুখোমুখি হচ্ছি। তাই আজ আমরা আজকে Honor 9N মোবাইলে Android Pie আপডেট নিয়ে পুরো পদ্ধতি আলোচনা করব। প্রথমে বলে রাখি যে Honor 9N মোবাইলে Android Pie আপডেট সিস্টেম আপডেট অপশনে কিন্তু হবে না।
এর জন্য আপনাকে HiCare-এ গিয়ে করতে হবে। চলুন আমরা Android Pie আপডেট করার পরো পদ্ধতিটা দেখে নেওয়া যাক।
১) প্রথমে আপনার Honor 9N মোবাইলে HiCare নামের App টি খুলুন।
২) তারপর Quick Services অপশনে Update-এ ক্লিক করুন।
৩) এরপর আপনি Android Pie আপডেট ফাইলটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন আর পেয়ে যান Honor 9N EMUI 9.1 ভার্সন।
** তবে অবশ্যই মনে রাখবেন মোবাইলের আপডেট সবসময় ওয়াইফাই ( Wifi ) ইন্টারনেট দ্বারা করবেন।
Comments
No review