Jio Giafiver-এর সমস্ত অফার সম্পর্কে জেনে নিন।
Writen by : Admin
Writen by : Admin | Date : 7 Sep 2019 | Bookmark : Add

গত ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার গোটা দেশে আত্নপ্রকাশ করল Jio Giafiver. এ খবর অনেক আগেই জানিয়ে ছিলেন সংস্থার (Reliance) কর্নধার মুকেশ আম্বানি। Jio Giafiver-এর আত্নপ্রকাশের সাথে সাথে দেশ জুড়ে এক ডিজিটাল বিপ্লব সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞ মহলের একাংশের ধারনা।
Jio Giafiver হাই স্পিড ইন্টারনেট, বিনামুল্যে ভয়েজ কল, টিভি প্লান, নিরাপত্তা ক্যামেরা ও গেমিং এর সুবিধা দেবে। এছাড়াও পাবেন VR বা ভার্চুয়াল রিয়েলিটি মতো অনেক সুবিধা।
ইন্টারনেট স্পীড পাবেন 100Mbps থেকে 1Gbps যদিও লঞ্চের সময় 1Gbps স্পীড পাওয়া যাবে না এবং Norton Internet Security ও পাবেন।
Jio Giafiver-এর সংযোগ নিতে হলে 2,500 টাকা দিয়ে নিতে হবে। সংযোগ ছেড়ে দেওয়ার সময় সেই টাকা ফেরত দেওয়া হবে। প্রতি মাসে 699 থেকে 8499 টাকার প্যাকেজ প্লান নেওয়া যাবে।
বিস্তারিত জানতে এই লিঙ্কে দেখে নিন https://www.jio.com/fiber/en-in/plans
Reliance-এর 42 তম বার্ষিক সভায় মুকেশ আম্বানি জানান যে দীর্ঘ মেয়াদি প্লান বেছে নেওয়া হলে "ওয়েলকাম অফার" হিসাবে সংস্থার পক্ষ থেকে LED টিভি অথবা কম্পিউটার দেওয়া হবে। "Jio Forever" প্লানে বিনা মূল্যে পাওয়া যাবে 4K HD টিভি অথবা কম্পিউটার। শুধু তাই নয় দেওয়া হবে 4K সেট টপ বক্স।
এছাড়া আরো অনেক সুবিধা ভবিষ্যাতে পাওয়া যাবে বলে জানিয়েছে এই সংস্থা, যেমন - Netflix ও Amazon প্রাইমের মতো নিজেদের ভিডিও স্ট্রিমিং সুবিধা। তাছাড়া ফার্স্ট ডে ফার্স্ট শো নামের এক পরিষেবার পাওয়া যাবে যেখানে নতুন চলচ্চিত্র বাড়িতে বসেই দেখতে পাওয়া যাবে Jio Giafiver-এর সংযোগের মাধ্যমে ।
খুব শীঘ্রই দিল্লি, মুম্বই, কোলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, জয়পুর, সুরাট, ভদোদরা, নয়ডা, গাজিয়াবাদ, ভুবনেশ্বর, বারাণসী, এলাহাবাদ, বেঙ্গালুরু, আগ্রা, ভাইজ্যাগ, লখনউ, জামশেদপুরের প্রভৃতি শহরে জিওফাইবার পরিষেবা চালু করা হবে।
Comments
No review