কিভাবে Facebook পেজ বানাবেন?
Writen by : Admin
Writen by : Admin | Date : 27 Aug 2019 | Bookmark : Add

আমরা প্রায়শই দেখি যে ফেসবুকে (Facebook) এমন অনেক একাউন্ট আছে যেগুলি শুধুমাত্র লাইক (Like) অথবা ফলো (Fllow) করা যায়। তখনই আমাদের মনে স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগে কিভাবে এমন একাউন্ট বানান যায় নিজের অথবা নিজের ব্যাবসায়িক প্রতিষ্ঠানের নামে। চলুন আজ আমরা এই বিষয়ে আজ শুরু থেকে জানবো কিভাবে Facebook পেজ বানাতে হয়।
প্রথমে Create-এ ক্লিক করুন তারপর একটা ড্রপডাউন পেজ শো করবে সেখানে Page অপশনে ক্লিক করুন।
তারপর দুটি অপশন আসবে, আপনার প্রয়োজনীয় বিষয় অনুযায়ী অপশনে ক্লিক করুন। আমি আজ আমাদের ওয়েবসাইটের একটি পেজ বানিয়ে দেখাবো।
সেজন্য Business or Brand-এ Get Started ক্লিক করলে, পেজের নাম ও বিষয়বস্তু লেখার ফ্রম আসবে। সেখানে প্রয়োজনীয় বিষয়বস্তু লিখে Continue-এ ক্লিক করুন।
তারপর Add a Profile Picture এবং Add Cover Picture আপলোড করুন। এভাবে আপনিও নিজের একটি Facebook পেজ বানাতে পারেন।
Comments
No review