কিভাবে কম্পিউটারে ১৮+ ওয়েবসাইট ব্লগ করবেন?
Writen by : Admin
Writen by : Admin | Date : 27 Dec 2019 | Bookmark : Add

বাচ্চাদের ভবিষ্যাত নিয়ে সব মা-বাবা কম বেশি চিন্তিত থাকে , তাই আমরা বাচ্চাদের পড়াশুনা, গান, নাচ শিখানোর পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষার জন্য কম্পিউটার প্রশিক্ষন দিয়ে থাকি।
আমরা বর্তমানে সবাই অনেক ব্যাস্ত, তাই আমাদের বাড়ির বাচ্চাদের দিকে সবসময় নজর রাখা সম্ভব হয়ে ওঠে না। ফলে তারা (বাচ্চারা) ইন্টারনেটের বিভিন্ন অশ্লীন বিজ্ঞাপন ও পর্নগ্রাফি ওয়েবসাইট নিজের ইছা বা অনিচ্ছার প্রবেশ করে। এইভাবে আমাদের বাচ্চাদের একটি খারাপ অভ্যাস তৈরী হতে শুরু করে। একসময় তারা নানা অসামাজিক কর্মে নিজেদের নিযুক্ত করে ফেলে।
তাই এই সমস্যার সমাধানের জন্য একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন শেয়ার করব যার সাহায্যে আপনি আপনার কম্পিউটারে সমস্ত ১৮+ পর্নগ্রাফি ওয়েবসাইট ব্লক হয়ে যাবে। ফলে আপনার বাচ্চা আপনার অজান্তে কোনভাবে ওই সব ওয়েবসাইট ভিসিট করতে পারবে না।
প্রথমে এই লিঙ্ক থেকে http://www.tueagles.com/ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন।
এরপর পাসওয়ার্ড সেট করুন । চাইল্ড মোড (Child mode) / প্যারেন্ট মোড (Parent Mode) অপশনের মধ্যে চাইল্ড মোড চালু অবস্থায় কোন প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে ভিসিট করার আগেই ব্লক হয়ে যাবে এবং প্যারেন্ট মোড চালু অবস্থায় কোন ওয়েবসাইট ব্লক হবে না।
এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রো ভার্শন-এর জন্য।
** প্রসঙ্গত উল্লেখ্য এই যে আপনার দেওয়া পাসওয়ার্ডটি সবসময় মনে রাখবেন।
Comments
No review